দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন কেজরিওয়াল, শীর্ষ আদালতে জামিনেরও আর্জি

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির চ্যালেঞ্জ সংক্রান্ত আর্জি খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। সিবিআই-এর গ্রেফতারিকে সঠিক বলেছে দিল্লি হাইকোর্ট।  জামিনের আবেদনের বিষয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ট্রায়াল কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি হাইকোর্ট। কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্ট সোমবার বলেছে, এটা বলা যাবে না যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছিল। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাবেন। সুপ্রিম কোর্টে নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি জমিনেরও আবেদন জানাবেন।