কুমারঘাট, ৫ আগস্ট : ত্রিপুরায় ভোট প্রচারের শেষ লগ্নে ফটিকরায় বিধানসভায় জেগে উঠলো বিরোধী দল কংগ্রেস। জেলা ও রাজ্য স্তরীয় নেতাদের নিয়ে সভা ও রোড-শো করে জনতার কাছে ভোট চাইলো হাত শিবির। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক প্রচার। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকাতেও তুঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচী।
হাতে আর মাত্র একটি দিন। এর পরই শেষ হবে নির্বাচনী সরব প্রচার। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ভোট প্রচারের শেষ লগ্নে ফটিকরায় বিধানসভায় হঠাত জেগে উঠলো কংগ্রেস। বছরভর তাদের ময়দানে দেখা না গেলেও নির্বাচনের মুখে স্থানীয় এমড়াপাশা বাজারে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে প্রচারের ঝাঁজ বাড়ালো হাত শিবির।
মনোনিত প্রার্থীদের সমর্থনে জেলা ও রাজ্য স্তরীয় নেতৃত্বদের উপস্থিতে এমড়াপাশা এলাকায় বর্নাঢ্য রেলি ও সভা সংগঠিত করলো ফটিকরায় ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন, দলের দুই বিধায়ক বীরজিত সিনহা ও গোপাল রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজিবি পিযুশ কান্তি বিশ্বাস, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি তথা পশ্চিম বাংলা যুব কংগ্রেসের কো ইনচার্জ রাখু দাস সহ অন্যান্যরা। সাধারন মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছে। তিনি অভিযোগ করেন বিজেপির শাসনে সাধারন মানুষ আক্রান্ত । তাদের কোন নিরাপত্তা নেই রাজ্যে। রাজ্যের মন্ত্রী বিধায়করা নিকোজিয়েশন বানিজ্যে জড়িয়ে পরেছে বলে অভিযোগ বরিষ্ঠ নেতার।