দিল্লির জাহাঙ্গীরপুরীতে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ৪ জন

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ি। শুক্রবার দুপুরে জাহাঙ্গীরপুরী শিল্পাঞ্চল এলাকায় ভেঙে পড়ে একটি বাড়ি। দুপুর ১২.৫১ মিনিট নাগাদ খবর পায় দমকল। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ৪ জনকে। দিল্লি দমকল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ১২.৫১ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, জাহাঙ্গীরপুরী শিল্পাঞ্চল এলাকায় ভেঙে পড়েছে একটি বাড়ি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় ৪ জনকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে।