নজরুল কলাক্ষেত্রের পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা

আগরতলা, ২ আগস্ট : শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা  এবং  রাজ্য কালচারেল কমিটির ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নজরুল কলাক্ষেত্র সংস্কৃতির অন্যতম পিঠস্থান হিসেবে পরিচিত। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে এই কেন্দ্রটি পরিচালিত হয়। নজরুল কলাক্ষেত্রের বিভিন্ন পরিকাঠামোগত বিষয়গুলো খতিয়ে দেখতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কেন্দ্রটি শুক্রবার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বলেন এখানে পরিকাঠামোগত কোন সমস্যা রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতেই এই সফল। কোথাও পরিকাঠামগত কোন ঘাটতি থাকলে তা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *