ওয়ানাড, ১ আগস্ট (হি.স.): কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ২৭৬ ছুঁল। নিখোঁজের সংখ্যা ২০০-র বেশি। ওয়ানাড জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল উদ্ধারকাজ। ভয়াবহ এই ভূমিধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
2024-08-01

