হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার প্রশিক্ষণ

হাইলাকান্দি (অসম), ১ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলার সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা শীর্ষক বিমা কর্মসূচির আওতায় আনতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে এই বিমা কর্মসূচি চালু হলেও এখনও অনেক কর্মচারী এতে রেজিস্ট্রেশন করেননি। কিন্তু রেজিস্ট্রেশন না করলেও সব আধিকারিক ও কর্মচারীর বেতন থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের অর্থ কাটা হচ্ছে। তবে অর্থ কাটা হলেও যাঁদের রেজিস্ট্রেশন হয়নি তাঁরা চিকিৎসা বাবদ কোনও অর্থ ফিরে পাওয়ার জন্য ক্লেইম বা দাবি করতে পারবেন না।

তাই যাঁদের রেজিস্ট্রেশন এখনও হয়নি তাঁদেরকে অবিলম্বে রেজিস্ট্রেশন করার আবেদন জানানো হয়েছে। ডিডিসি অ্যাল্ডাড ফাইরিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এডিসি লাইরহলু খেনতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

সভায় আরও জানানো হয়েছে, রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা এই বিমার যোগ্য নন। রেগুলার স্টেট এমপ্লয়ী এবং রাজ্য সরকারের পেনশন প্রাপকরা এই বিমার আওতায় আসবেন।

উল্লেখ্য এই বিমার জন্য রাজ্য সরকারের আধিকারিক ও কর্মচারীদের কাছ থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীর জন্য ১২৫ টাকা, তৃতীয় শ্রেণির জন্য ২২৫ টাকা, দ্বিতীয় শ্রেণির জন্য ৩২৫ টাকা এবং প্রথম শ্রেণির আধিকারিকদের জন্য ৫০০ টাকা করে অর্থ মাসিক বেতন থেকে কাটা হচ্ছে। এই বিমার আওতায় আসলে কর্মচারী এবং আধিকারিকদের পরিবারের সবার চিকিৎসার জন্য ব্যয় হওয়া অর্থের রিইমবারসমেন্টের ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *