সহিংস কোটা আন্দোলন : সুষ্ঠু তদন্তে রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাসিনা

।। রাজীব দে ।।ঢাকা, ৩১ জুলাই (হি.স.) : কোটা সংস্কারের দাবিতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার সুষ্ঠু তদন্তে রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকস্তরে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশি, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা (হয়)।’

বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যে আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি। কারও দাবির অপেক্ষায় আমি থাকিনি।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিজের কোনও ঘাটতি ছিল না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি জানি, এখানে আমার কোনও ঘাটতি ছিল না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বার বার আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘তাদের দাবি মানব কী? যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আপিল করা হয়েছে আপিলেট ডিভিশনে। তার পর এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলা জলে মাছ শিকার করে দেশকে পেছনে টেনে নেওয়ার চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত।’

তিনি আরও বলেন, ‘একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্তে বার বার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *