২৮ কেজি গাঁজা সহ আটক দুই

আগরতলা, ৩১ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে জিআরপি এবং আরপিএফের যৌথভাবে ২৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে  আগরতলা রেলস্টেশন দিয়ে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছ। ওই সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ২৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।