ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচেও পরাজিত হলো ত্রিপুরা। রাজস্থানের কাছে আট গোলে পরাজয়ের পরে রাজ্য দলের বিদায়ের ঘন্টা ধ্বনি শোনা গেছিল। গ্রুপ লিগে নিজেদের অন্তিম ম্যাচে মহারাষ্ট্রের কাছে আজ, বুধবার ১-৬ গোলে একপ্রকার পর্যুদস্ত হয়ে ঘরে ফিরছে রাজ্য দল। কর্নাটকের বেলগামে জুনিয়র বালিকাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শিপে ত্রিপুরার মেয়েরা তিন ম্যাচে ১৫ গোল হজম করে বাড়ি ফিরছে। তবে প্রথম ম্যাচে ছয় গোলে পন্ডিচেরি কে হারিয়ে শিবিরে আশার আলো জাগিয়ে তুললেও দ্বিতীয় ম্যাচে রাজস্থানের কাছে আট গোলে হেরে মনোবল অনেকটাই হারিয়ে ফেলেছিল। আজ, বুধবার তৃতীয় তথা অন্তিম ম্যাচে মহারাষ্ট্র ছয়-এক গোলে ত্রিপুরাকে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে। টুর্নামেন্টের বি গ্রুপে একটি দল, লাক্ষাদ্বীপ অংশ নেয়নি বলে ৪ দলীয় গ্রুপ লীগে আপাতত মহারাষ্ট্র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানের নিরিখে। রাজস্থান রয়েছে দ্বিতীয় শীর্ষে সমসংখ্যক পয়েন্ট পেয়ে। ত্রিপুরা তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে চার দলীয় গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে ঘরে ফেরার টিকিট কেটে নিয়েছে। আজ, বুধবার বিকেল পাঁচটায় বেলগামে স্পোর্টিং প্ল্যানেট সেন্ট্রাল স্কুল গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকে ত্রিপুরার মেয়েরা আক্রমণাত্মক খেলে ১৩ মিনিটের মাথায় কুন্তি ওড়াংয়ের গোল ত্রিপুরা দলকে এক-শূন্যতে লিড এনে দেয়। পরবর্তী ১২ মিনিট এই জয় ধরে রাখলেও কার্যত এর পর ত্রিপুরার মেয়েরা এতটাই ছন্দহীন হয়ে পড়ে, মহারাষ্ট্রের মেয়েরা একে একে দুই অর্ধে ছয়টি গোল করে ত্রিপুরাকে পর্যুদস্ত করে ছাড়ে। প্রথমার্ধের খেলা কিন্তু এক-এক গোলে ড্র ছিল।