ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে ত্রিপুরা দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে একপ্রকার রুখে দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় ম্যাচেই হার স্বীকার ত্রিপুরার। খেলা বালকদের জাতীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। আসামের নওগাঁ তে নুরুল আমিন স্টেডিয়াম গ্রাউন্ডে। ২৯ জুলাই প্রথম ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ মধ্যপ্রদেশের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র করে এক এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। কিন্তু আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। প্রথমার্ধের খেলা কিন্তু দুই দুই গোলে সমতা বিরাজ করছিল। ত্রিপুরা দলের পক্ষে অমরজিৎ দেববর্মা দুটি এবং বংলাল রিল হালাম একটি গোল করে। অপরদিকে গুজরাটের কিতামচা তৈজাম দুইটি, বেদান্ত গজার, দীপক সিং ও আলবির সিং একটি করে গোল করে। কিতামচা পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। এদিকে টায়ার টু গ্রুপ স্টেজের বি গ্রুপের অপর খেলায় জম্মু-কাশ্মীর ৩-০ গোলের ব্যবধানে উত্তরাখন্ডকে হারিয়েছে। জম্মু-কাশ্মীরের পক্ষে এটি লাগাতর দ্বিতীয় জয় এবং এই জয়ের সুবাদে জম্মু-কাশ্মীর আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে। দ্বিতীয় শীর্ষে রয়েছে গুজরাট ৩ পয়েন্ট নিয়ে। ত্রিপুরার ঝুলিতে এ পর্যন্ত এক পয়েন্ট।