আগরতলা, ৩১ জুলাই: জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন মেয়র বলেন, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষা সপ্তাহ। এদিন ছাত্রছাত্রীরা নাচগান ও আবৃওি মাধ্যমে অনুষ্ঠান শুরু করে ও মেধা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।
এদিন তিনি আরও বলেন, বিদ্যালয়ে কর্মসূচী পালনের পর এক পেড় মাকে নাম কর্মসূচী পালন করা হয়েছে।

