ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেলো মৌচাক ক্লাব। টানা ৩ ম্যাচ ড্র করে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখলো মৌচাক। তাও ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিজয় রথ থামিয়ে। ঘরোয়া বি-ডিভিশন লিগে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে এিপুরা স্পোর্টস স্কুলের টানা জয়ের গতিময় রথ কে আটকে দিয়ে লিগে প্রথম জয় তুলে নেয় মৌচাক ক্লাব। ম্যাচে স্পোর্টস স্কুল কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে মৌচাক ক্লাব। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধের একমাত্র গোল খেলার ৩১ মিনিটের মাথায়। মৌচাকের আর. স্টপেশ-এর পা থেকে। প্রথমার্ধে দু’দলের খেলোয়াড়রাই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়লেও দ্বিতীয় কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও মৌচাকের আক্রমণাত্মক খেলার স্টাইল। ৬৫ মিনিটের মাথায় মনীষ দেববর্মা এবং ৭৩ মিনিটের মাথায় লালবিয়াক ডেকা পরপর দুটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-৯ হয়। ত্রিপুরার স্পোর্টস স্কুল যেন পিছু হটতে থাকে। তবে খেলার ৮০ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের নির্ভরযোগ্য স্ট্রাইকার বিলাস দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। পরবর্তী সময়ে চেষ্টার ত্রুটি না রাখলেও খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন আনা সম্ভব হয়নি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচে জয়ের ফলে মৌচাকের সংগ্রহে রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, তপন কুমার নাথ ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বেলা দুইটায় পুলিশ আরসি বনাম বীরেন্দ্র ক্লাব। বিকেল চারটায় এনএসআরসিসি বনাম কল্যাণ সমিতি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে।