নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিরোধী দল সিপিআইএম ছেড়ে ১২ পরিবারের ২৪ জন ভোটার শাসক দলে যোগদান করেছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে দলে বরণ করে নেওয়া হয়।
বড়দোয়ালী কেন্দ্রের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার বরদোয়ালী মন্ডলে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন এই যোগদান সভায় সিপিআইএম ত্যাগ করে ১২ পরিবারের ২৪ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।
তাদের বিজেপি তলের পতাকা দিয়ে বরণ করে নেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা ও ২০ নং ওয়ার্ডের কর্পোরেট রত্না দত্ত।
_______