BRAKING NEWS

এলসি গেটে ডুয়েল গেট ফোনের ব্যবস্থা করে এনএফ রেলের ট্রেন পরিচালনায় সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি

গুয়াহাটি, ৩১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তার নেটওয়ার্কে লেভেল ক্রসিং (এলসি) গেটগুলিতে বিদ্যমান গেট ফোনগুলি ছাড়াও ডুয়াল গেট ফোন ইনস্টল করছে। এর ফলে গেট ফোনের বিফলতার সময়কাল হ্রাস করতে সহায়ক হয় যা প্রায়ই অপারেশনাল সম্বন্ধীয় সমস্যার কারণ হয়ে থাকে।এই প্রচেষ্টার উদ্দেশ্য সময়ানুবর্তিতার ক্ষতির পরিমাণ কমানো এবং সুরক্ষা ব্যবস্থা উন্নত করা। ডুয়াল গেট ফোন চালু করায় গেটম্যান এবং স্টেশন মাস্টারদের মধ্যে নির্বিঘ্ন যোগাযোগের সুবিধা প্রদান করবে, যা সময়মতো সমন্বয় নিশ্চিত করে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে ১,৪৪৭টি লেভেল ক্রসিং গেটের মধ্যে এখন পর্যন্ত ১,০৩০টি গেটে ডুয়েল গেট ফোনের ব্যবস্থা করা হয়েছে। নন-ইন্টারলকড লেভেল ক্রসিং গেটগুলিতে ভয়েস রেকর্ডিং সুবিধাও প্রদান করা হয়েছে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিচালনগত দক্ষতা এবং যাত্রীদের সুরক্ষা উন্নত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ বুধবার এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। বিবৃতিতে তিনি জানান, কাটিহার ডিভিশনে ৪০টি এলসি গেট, আলিপুরদুয়ার ডিভিশনে ২৫৩টি গেট, রঙিয়া ডিভিশনে ২৯০টি গেট, লামডিং ডিভিশনে ১৬৩টি গেট এবং তিনসুকিয়া ডিভিশনে ২৮৪টি গেটে ইতিমধ্যেই ডুয়াল গেট ফোন উপলব্ধ করানো হয়েছে।

চলতি বছরের জুন মাসে কাটিহার ডিভিশনে আটটি এলসি গেট এবং রঙিয়া ডিভিশনে চারটি এলসি গেটে ভয়েস রেকর্ডিং সুবিধা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *