নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জুলাই:
বুধবার দুপুর ২টায় বটরশির একটি খালি জায়গায় ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এক নির্বাচনী জনসভা করলেন। সঙ্গে ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত পাল, বরিষ্ঠ কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী এবং সভাপতিত্ব করেন রিটায়ার্ড পুলিশ পারসন সুরঞ্জন নাথ।
সুদীপ রায় বর্মন বলেন, এদিনের এই সভায় আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঠে নামার আহবান জানিয়েছেন। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। তাই উত্তর জেলার এবং ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য শিলচর আসাম বা মেঘালয় পাড়ি দিচ্ছে। রাজ্যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনে পরিণত হচ্ছে।
উত্তর জেলার প্রতিরোধের মুখে এখানে রাজ্যে যে ত্রিস্তরী নির্বাচন হচ্ছে তার জন্য যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ধন্যবাদ জানান।

