নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে না অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ। গতকাল অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য প্রকাশ করেছেন অধিভক্তা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তা সম্পূর্ণ ভুল। সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
সংগঠনের কাউকে না জানিয়ে সুব্রত বাবু বলেছিলেন চারজন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ কোন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না। তা স্পষ্ট করে দিলেন সংগঠনের নেতৃত্বরা। এদিন পশ্চিম জেলা কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃত্বরা।
এদিকে সুব্রত রায় বলেন সংগঠনের যারা মেম্বার রয়েছেন তারা নির্বাচনে লড়াই করতে পারেন। সংগঠন সরাসরিভাবে কোন দলকে সমর্থন না করলেও মেম্বাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে চারজনের নাম মনোনয়নের জন্য জমা দিয়েছেন। তিনি অবৈধ কোন কিছুই করেননি বলে দাবি সুব্রত রায়ের। এই ঘটনায় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে আইনজীবী উন্নয়ন মঞ্চের তরফে রতন দত্ত জানান, আজ মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষ হয়েছে। ২৮ টি মনোনয়ন পত্র বৈধ রয়েছে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবারে নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।