BRAKING NEWS

হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা গন্ডাছড়ার ঘটনার তদন্ত সহ একাধিক দাবি জানালো কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
গন্ডাছড়ার ঘটনায় হাইকোর্টের কর্তব্যরত বিচারপতি দ্বারা তদন্তের দাবী জানিয়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার গন্ডাছড়া সফরে গেছেন প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্বরা। সেখানে শরণার্থী শিবিরে থাকা জনগণের সঙ্গে কথা বলেছেন তারা। পরে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, হামলা অগ্নিসংযোগ সহ বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গন্ডাছড়ার জনগণ আতঙ্কগ্রস্থ হয়ে আছে। এই ঘটনায় উপযুক্ত তদন্ত প্রয়োজন। হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা এই ঘটনার তদন্ত করার দাবী জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের খুবই খারাপ অবস্থা। শুধুমাত্র একটি পলিথিনের উপর দিনযাপন করছেন তারা। সঠিকভাবে খাবার  প্রদান করা হচ্ছে না। সকালের খাবারের নামে শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শুধু বিস্কুট। দুপুর দুটো তিনটে পর্যন্ত এই বিস্কুট খেয়ে দিন যাপন করছে ছোট ছোট শিশুরা। এমনই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি আরো বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের দিকে সরকার কোন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এসব কোনভাবেই কাম্য নয়। এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাদের কিছুই হবে না। তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, শরণার্থী শিবিরে মহিলারা রয়েছেন যাদের একমাত্র সম্বল ছিল গবাদি পশু। কিন্তু অগ্নিসংযোগের কারণে সেগুলোও মারা গেছে। ঘরবাড়ি বানিয়ে দিলেও কিভাবে তারা খাবার জোগাড় করবেন তা নিয়ে চিন্তায় আছেন।

বিধায়ক আরো বলেন, হামলা, অগ্নিসংযোগ, বাড়ি ঘর লুটপাট এইসব ঘটনা ঘটার আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল। ১৬৩ ধারাও ছিল গন্ডাছড়ায়। প্রশাসনের উপস্থিতিতে এ ধরনের ঘটনা কিভাবে ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর সঠিকতদন্ত ও দাবি করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াং এর বড় ভাইয়েরকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *