ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।প্রগতি মাঠে নিজেদের মধ্যে এক প্র্যাকটিস ম্যাচ হলো মঙ্গলবার। এতে অনূর্ধ্ব ১৩ এবং ১৫ বছরের ক্রিকেটারদের মিলিয়ে দল গঠন করা হয়। ম্যাচে প্রগতি এ দল প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৭৩ রান। ব্যাট হাতে দলের হয়ে দিপজ্যোতি বণিক সর্বাধিক ৫৭ রান করে নট আউট থাকে। এছাড়া শ্রেষ্ঠাংশু দেব ২০, প্রাঞ্জল দাস ১৪, অনিকেশ বিশ্বাস ১৬ রান করে । বোলিংয়ে আয়ুষ্মান একাই ৫টি উইকেট নেয়। এছাড়া রাহুল মিয়া একটি উইকেট নেয়। পাল্টা ব্যাট করতে নেমে প্রগতি বি দল জয়ের জন্য ১৭৪ রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে রাহুল মিয়া ৪৫, ইয়াস দেববর্মা ২৮, উদিত্য ২০ রান করে। বেশ জমজমাটই হলো ম্যাচটি। কার্যত, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরুর আগে এ ধরনের প্র্যাকটিস ম্যাচের যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।