ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মাঠের বাইরে হলেও রেফারিকে নিগৃহীত করার দায়ে বি ডিভিশন লীগের বীরেন্দ্র ক্লাবের গোল রক্ষক ঝুটন দেব কে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। টিএফএ-র লীগ সাব কমিটির জরুরী বৈঠকে আজ, মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বীরেন্দ্র ক্লাবকে উদ্দেশ্য করে চিঠি প্রদান করা হবে যাতে করে বীরেন্দ্র ক্লাব তার খেলোয়াড়দের এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য। এদিকে, বীরেন্দ্র ক্লাব থেকে এক আবেদনের ভিত্তিতে আগামী ৮ আগস্ট এর বি ডিভিশন লিগ ম্যাচটি পঞ্চায়েত নির্বাচনের জন্য ১৩ আগস্টে অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। উল্লেখ্য, গত ম্যাচে খেলার পর রেফারি টিংকু দে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে বীরেন্দ্র ক্লাবের সম্মুখে নিগৃহীত হয়েছিল। এ বিষয়ে উপযুক্ত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই আজ লীগ সাব কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।