নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার সহ বিভিন্ন অবৈধ কাজ রুখতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি রেখেছে বিএসএফ। একের পর এক অভিযানে সাফল্য পাচ্ছে বিএসএফ জওয়ানরা।
২৯ এবং ৩০ জুলাই একাধিক অভিযানে সীমান্তরক্ষী বাহিনীরা ভারত বাংলাদেশ সীমান্তে বিপুলসংখ্যক গবাদিপশু উদ্ধার করেছে। পাশাপাশি ৯ লক্ষ ২৮ হাজার ১২৬ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্য বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে রয়েছে ভারতীয় এবং বাংলাদেশি টাকা ৪৮, ১৪১।