BRAKING NEWS

কল্যাণপুরে বিজেপির ব্যাপক ভোট প্রচার অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ জুলাই:
কল্যাণপুরে  মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েত ১৪৬ টি আসনের মধ্যে ১৩৩ টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। একই সাথে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ১১ টি আসনে ও তারা জয়ী হয়েছে।

কল্যাণপুরে খোয়াই জিলা পরিষদ এর যে তিনটি আসন রয়েছে সেই আসন গুলোতে ভোট হবে। তার জন্য মরিয়া হয়ে প্রচারে নেমেছে বিজেপি। বিধায়ক পিনাকী দাস চৌধুরীর নেতৃতে প্রায় প্রতিদিন হচ্ছে সভা। এক ইঞ্চি জমিও বিজেপি বিরোধীদের ছাড়তে নারাজ। এই তিনটি জিলা পরিষদ আসনের মধ্যে নজর কাড়া কেন্দ্র হলো ৮ নাম্বার আসনটি। কারণ এই কেন্দ্র থেকে এবার লড়াই করছেন পূর্বতন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল। সম্ভবত এবার জয়ী হলে তিনিই খোয়াই জিলা পরিষদের বাগডোর সামলাবেন।

কারণ খোয়াই জিলা পরিষদ এর সভাধিপতি আসনটি এবার মহিলা সংরক্ষিত। ভোট জেতার লক্ষে রাজীব পাল সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনার উপর। বাড়ী বাড়ী ভোট প্রচারে গিয়ে তিনি সরকার এর উন্নয়ন মূলক কাজ গুলো সাধারণ মানুষ এর মধ্যে তুলে ধরছেন। 

মঙ্গলবার ও রাজীব পাল পূর্বতন পঞ্চায়েত সমিতির প্রধান সোমেন গোপ, বিজেপি মন্ডল নেতৃত্ব সরস্বতী গোপ, শক্তি কেন্দ্র প্রমুখ স্বদেশ শীল দের নিয়ে ঘিলাতলী পঞ্চায়েত এর ৫ ও ৩ নাম্বার ওয়ার্ড এ যান বাড়ী বাড়ী। এছাড়া ও কুঞ্জবন পঞ্চায়েত এর ৪ নাম্বার ওয়ার্ড এও যান ভোট প্রার্থনা করতে। এদিকে ৯ নাম্বার এর মিনতি সরকার দাস এবং ৭ নাম্বার এর প্রার্থী রতন কুমার দাসের সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি।বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন কল্যাণপুরে বিরোধী দের জামানত জব্দ হবে। এদিকে তিপ্রা মথার সাথে জোট নিয়ে মতানৈক্য হওয়ায় দ্বারিকাপুর পঞ্চায়েত এবং পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েত এর ১৩ টি ওয়ার্ড এ ভোট হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *