নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
দুটি পৃথক অভিযানে সাফল্য পেল বিএসএফ। সোমবার সালপোকার বিওপি এবং যাত্রাপুর থানা এবং বনদপ্তরের যৌথ উদ্যোগে নেওরামুড়া দক্ষিণ তাইবান এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বাগানের মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এদিনই খোয়াই জেলার পাহাড়মুড়া বিওপি এলাকায় ইন্দো বাংলা সীমান্ত পারাপারের সময় তিনজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের জওয়ানরা। গ্রেফতারকৃতরা বাংলাদেশের ময়মন সিং, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিএসএফ।

