BRAKING NEWS

হস্ততাঁত ও হস্তকারু শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য ২০২৩ সালে জাতীয় হস্ততাঁত সম্মানে ভূষিত বিশিষ্ট তাঁতশিল্পী নির্মলা সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
হস্ততাঁত ও হস্তকারু শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য ২০২৩ সালে জাতীয় হস্ততাঁত সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের ধলাই জেলার বিশিষ্ট তাঁতশিল্পী নির্মলা সিনহা।

উনার এই সাফল্য দিব্যাঙ্গজন হয়েও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও প্রশংসনীয় কাজের মাধ্যমে রাজ্যের সকল তাঁতশিল্পীদের কাছে তিনি অনুপ্রেরণার স্রোত হিসেবে প্রতিষ্ঠিত হবেন। ওনারই সাফল্যে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। নিজ সামাজিক মাধ্যমে তিনি নির্মলা সিনহাকে এ সাফল্যের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *