হকার উচ্ছেদের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ উদ্য়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ জুলাই: গত ২৫ শে জুলাই বৃহস্পতিবার উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শহরে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদের  ঘটনার প্রতিবাদে সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, নিউটাউন রোড হয়ে পৌর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, উদয়পুর শহর পরিস্কারের নামে কয়েক দিন পর পর বুলডোজার নামিয়ে গরীব ব্যবসায়ীদের উপর যে ভাবে দমন পীড়নের ব্যবস্থা করছে এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উদয়পুর উন্নয়ন হোক কিন্তু হকারদের উপর দমন পীড়ন করে নয়। হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর হকারদের উচ্ছেদ হোক তবে বুলডোজার চালিয়ে নয়।

গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতি পূরনের ব্যবস্থা করতে হবে উদয়পুর পৌর পরিষদ কে। নতুবা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টিটন পাল।