গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন কৃষি উন্নয়ন আধিকারিক (এডিও) নিয়োগ কেলেংকারিতে দোষী সাব্যস্ত ‘অসম লোকসেবা আয়োগ’ বা ‘আসাম পাবলিক সার্ভিস কমিশন’ (এপিএসসি)-এর তদানীন্তন চেয়ারম্যান রাকেশ পাল। সেই সঙ্গে তাঁর দুই সাঁকরেদ এপিএসসি-র অন্যতম দুই সদস্য ড. সামেদুর রহমান ও বসন্ত দলেকে দশ বছরের এবং এপিএসসি-র মাধ্যমে চাকরি প্রাপ্ত ২৯ জন এসিএস ও এপিএস আধিকারিককে চার বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিশেষ আদালতের বিচারক।
2024-07-29

