নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুলাই: ফের ধর্ষণের শিকার এক নাবালিকা কন্যা। এবার ১৬ বছর বয়সী নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। রবিবার এনিয়ে পক্সো অ্যাক্টে একটি মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানার পুলিশ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানিয়েছেন, আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন নর্থ পুলিনপুর এলাকার এক ১৬ বছর বয়সী নাবালিকা’কে পার্শ্ববর্তী এলাকার ২৮ বছর বয়সী বার্ষা দেববর্মা নামের এক বিবাহিত যুবক জোরপূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হয়।
সেই সঙ্গে অভিযোগে এটাও উল্লেখ ছিল যে ওই নাবালিকাকে নাকি অভিযুক্ত ব্যক্তি বিষ খায়িয়ে হত্যা করার চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এটা জানতে পারে যে, চলতি মাসের গত ২০ তারিখ ধর্ষিতা ওই নাবালিকা সহ অভিযুক্ত বার্ষা দেববর্মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা গুরুতর প্রত্যক্ষ করতে পেরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয় রাজধানী আগরতলার জি.বি হাসপাতালে।
সেখানে চিকিৎসা শেষে ধর্ষিতা ওই নাবালিকা সহ নাবালিকার পরিবারের লোকজন রবিবার তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় এবং ধর্ষণকারীর নাম পরিচয় দিয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর ৫১-২০২৪। সেই সঙ্গে তেলিয়ামুড়া থানা সূত্রে এটাও জানা যায়, বর্তমানে অভিযুক্ত ওই অভিযুক্ত যুবক রাজধানী আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং পুলিশ নজরদারি রেখেছে অভিযুক্ত ওই যুবকের উপর। পুলিশ সূত্রটি আরো জানায়, অভিযুক্ত ওই যুবক সুস্থ হয়ে উঠলে তাকে গ্রেপ্তার করা হবে।

