হাফলং (অসম), ২৮ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে আবারও অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে। এবার ডিমা হাসাও জেলার লাইসং এলাকা থেকে বন্দুকের নলের মুখে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সড়ক নির্মাণের কাজে যুক্ত নির্মাণ সংস্থার দুই কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। এদিকে ডিমা হাসাও পুলিশ এই অপহরণের ঘটনা সম্পর্কে মুখে কলুপ এঁটে বসেছে, কিছুন বলতে চাইছে না।
প্রাপ্ত তথ্য মতে, শুক্রবার রাত অনুমানিক ৯-টা থেকে ১০-টার মধ্যে মাহুর থানার অন্তর্গত নিয়ানগ্লো পুংগ-এর অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার রেহির ক্যাম্পে ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হানা দিয়ে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায় ওই নির্মাণ সংস্থার দুই কর্মীকে।
জানা গেছে, অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা মাহুর থেকে তামেলং পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিযুক্ত। এদিকে শুক্রবার রাতে সংগঠিত এই অপহরণের ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ অভিযান চালিলালেও অপহৃতদের এখনও কোনও সন্ধান মেলেনি। নির্মাণ সংস্থার অপহৃত দুই কর্মীর নাম জানা যায়নি।