BRAKING NEWS

২৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে রেলস্টেশন থেকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
কোনভাবেই বন্ধ হচ্ছে না রাজ্যের অবৈধ অনুপ্রবেশ। ২৩ জন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে ওসি তাপস দাস ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে খবর আসে শনিবার বিকেলে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক দূরপাল্লার ট্রেনে করে অন্যান্য রাজ্যে যাবেন। এই খবরের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুর থেকে উৎপেতে বসেছিল। পরে সন্দেহ হলে আগরতলা রেলস্টেশন থেকে প্রথমে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি থানার পুলিশ। পরবর্তীতে আরও ২৩ জনকে আটক করা হয়েছে।

ধৃতরা সকলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক। তারা প্রত্যেকেই চেন্নাইয়ে যাওয়ার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। চেন্নাই গিয়ে তারা কাজের যোগদান করবে বলে জানিয়েছে।  আগরতলা রেলপথকে ব্যবহার করে তারা বহিরাজ্যে দূরপাল্লার ট্রেনে করে পাড়ি দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে পুলিশ তাদের রবিবার আদালতের প্রেরণ করেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক।

তবে প্রতিনিয়ত কিভাবে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এত বাংলাদেশী নাগরিকেরা ভারতে প্রবেশ করছেন সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই বাংলাদেশী নাগরিকেরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার ঘটনা উঠে আছে। রেলস্টেশন এমনকি বিমানবন্দরেও তাদের গ্রেফতার করছে পুলিশ। কিভাবে তারা সীমান্ত পেরিয়ে রাজ্যে নিরাপদে প্রবেশ করছে সেটাই বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *