৬ রাজ্যে নতুন রাজ্যপাল, দায়িত্ব বদল আরও ৩ রাজ্যে

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল নিয়োগের কথা জানানো হয়েছে। পাশাপাশি আরও তিন রাজ্যপালকে ভিন রাজ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের ইস্তফা মঞ্জুর করা হয়েছে।

শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নয়া রাজ্যপালদের নাম ঘোষণা করা হয়। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেব বর্মা। রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন হরিভাউ কিষাণরাও বাগড়ে। ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন সন্তোষকুমার গাঙ্গোয়ার। সিকিমের রাজ্যপাল হয়েছেন ওমপ্রকাশ মাথুর। মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন সি এইচ বিজয়শঙ্কর। ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে রমেন ডেকাকে।

অন্যদিকে মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ঝাড়খণ্ডের বিদায়ী রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। পঞ্জাবের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়েছে অসমের বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার নাম। তিনি একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাবেন। আর সিকিমের বিদায়ী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যকে দেওয়া হয়েছে অসমের রাজ্যপালের দায়িত্ব। একইসঙ্গে তিনি মণিপুরের দায়িত্বও সামলাবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ / Santosh  Madhup

রবিতেও রাজধানীতে মোদীর বৈঠক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): নীতি আয়োগের বৈঠকের পরই দিল্লিতে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শনিবার দুদিনের বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকে যোগ দেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। রবিবারও হয় এই বৈঠক। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই প্রথম বৈঠক করলেন মোদী। রবিবাসরীয় সকালেই দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান বিজেপির প্রথম সারির নেতারা। সকাল সকাল দিল্লির বিজেপি সদর দফতরে হাজির হয় মোদীর কনভয়।  গাড়ি থেকে নেমে বিজেপি দফতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর্যালোচনা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি-সহ একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আলোচ্য বিষয় বলে বিজেপির তরফে জানা যাচ্ছে।