মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গাপূজার খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গাপূজার খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠিত হয় রবিবার। খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাব সদস্য সদস্যা সহ এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয় এদিন। রবিবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন দল আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠানের সূচনা করে। অনুষ্ঠানে ক্লাবের সদস্যা সদস্য সহ এলাকার সকল অংশের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ক্লাব কর্মকর্তারা জানান, এবছর আমেরিকার নিউজার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষয়ধাম ‘ মন্দিরের অনুকরনে  দুর্গাপূজার প্যান্ডল তৈরী করা হবে। প্যান্ডল তৈরী করবেন পঃ বঙ্গের নবদ্বীপ থেকে আগত শিল্পী  সঞ্জিত দেবনাথ। প্রতিমা তৈরী করবেন পঃ বঙ্গের কাঁথি থেকে আগত মৃৎশিল্পী  গুরুপদ পান্ডা এবং আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী  মৃনাল কান্তি গোস্বামী ।

এছাড়া  এবারের পূজায় বিশেষ আকর্ষন হিসেবে থাকছে, নেশা- বিরোধী অভিযান এবং তার সাথে থাকবে জনগনকে জাগ্রত করার অন্যান্য প্রচেষ্টা । যেমন বেটি পড়াও বেটি বাঁচাও, পরিবেশ সুরক্ষা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, জল সংরক্ষন ইত্যাদি। পূজার প্রাথমিক বাজেট চল্লিশ লক্ষ টাকা।  এবছরের পূজা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রদীপ কুমার ঘোষ, সম্পাদক   শ্যাম দে, কোষাধক্ষ্য   অমিতাভ গন।