নেশামুক্তিতে “মানস”-এর বড় ভূমিকা, মন কি বাতে উল্লেখ মোদীর

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : নেশামুক্তি নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ‘। রবিবার মন কি বাতে “মানস” হেল্পলাইনের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতিই সরকার “মানস” নামে একটি বিশেষ হেল্পলাইন খুলেছে। এটি নেশামুক্তিতে সাহায্য করবে। সরকারের তরফে ১৯৩৩ হেল্পলাইনও চালু করা হয়েছে। নেশামুক্তি নিয়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই নম্বরে ফোন করুন। মানস হেল্পলাইনের পাশাপাশি পোর্টালও চালু হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও তিনি এদিন এও বলেন, এই প্রথম খাদি  শিল্পের ব্যবসা দেড় লক্ষ কোটি পার করেছে। এতে অগুনতি কর্মসংস্থানের সুযোগও হবে। পাশাপাশি তিনি এদিন মন কি বাতে উল্লেখ করেন, হর ঘর তিরঙ্গা, এক পেড় মা কে নাম সহ একাধিক প্রকল্পের বিষয়ে।