গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : প্রবীণ বিজেপি নেতা লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যকে অসমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাতে রাষ্ট্ৰপতি ভবন থেকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, আচাৰ্যকে অসমের রাজ্যপাল ছাড়াও অতিরিক্তভাবে মণিপুরের রাজ্যপাল পদের দায়িত্বও দেওয়া হয়েছে৷ অসমে লক্ষ্মণ প্ৰসাদ গুলাবচাঁদ কাটারিয়ার স্থলাভিষিক্ত হবেন। এছাড়া মণিপুরে তিনি স্থলাভিষিক্ত হবেন সুশ্রী অনুসুইয়া উইকির স্থানে। অসম এবং মণিপুরের আগে সিকিমের রাজ্যপাল ছিলেন লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্য৷
উল্লেখ্য, বারাণসীর প্রবীণ বিজেপি নেতা ছিলেন লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্য। বারাণসীতে বিজেপি নেতা হিসেবে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।এদিকে অসমের বৰ্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল করে বদলি করা হয়েছে। তদুপরি কাটারিয়াকে চণ্ডীগড়ের প্ৰশাসক হিসেবেও নিযুক্তি দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, গত বছর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১১.১৫ মিনিটে স্থানীয় শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰ প্ৰেক্ষাগৃহে আড়ম্বরপূর্ণ পরিবেশে অসমের ৩১-তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস সন্দীপ মেহতা। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন অসমের ফার্স্ট লেডি অনিতা কাটারিয়া, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রায় সব মন্ত্রী, কয়েকজন সাংসদ–বিধায়ক, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, পুলিশের শীর্ষ আধিকারিক, বিজেপির নেতৃবর্গ এবং বহু সরকারি ও বিশিষ্ট ব্যক্তিগণ।
এখানে উল্লেখ করা যেতে পারে, শনিবার রাতে রাষ্ট্ৰপতি কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকজন বিজেপি নেতাকে রাজ্যপালের পদে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে অসমের প্রবীণ বিজেপি নেতা রমেন ডেকাও আছেন। রমেন ডেকাকে ছত্তীশগড়ের রাজ্যপাল পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। তিনি বিশ্বভূষণ হরিচন্দনের স্থলাভিষিক্ত হবেন। তবে বিশ্বভূষণ হরিচন্দনকে এখনও কোনও রাজ্যের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়নি।

