BRAKING NEWS

সীমান্ত এলাকায় পাচারকৃত নেশাসামগ্রী সহ চিনি ও বাজি বাজেয়াপ্ত করলো বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
ফের বিএসএফের হাতে উদ্ধার প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। ১৮০০ ইয়াবা ট্যাবলেট, ১৪৮ ফেনসিডিল সহ সাড়ে নয় লাখ টাকার বাজি এবং ৬ টন চিনি জব্দ করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী।

উল্লেখ্য সোনামুড়া মহকুমার অন্তর্গত সিপাহীজলা জেলার বক্সনগর বিওপি, এনসিনগর বিওপি, সালপোকার বিওসি এবং ঊনকোটি জেলার টিলা বাজার বিওপি এলাকায় পাচারকারীদের অবস্থান লক্ষ্য করে বিএসএফ ওওয়ানরা উৎ পেতে বসে থাকে। পাচারকারীরা বিএসএফদের উদ্দেশ্যে পাথর ছুড়লে বিএসএফ জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *