ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর দিনক্ষণ আজ রবিবার সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে স্থির করা হয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ সভা ১লা সেপ্টেম্বর বেলা ১১টায় শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। এন এস আর সি সি-র কনফারেন্স হল-এ রবিবার দুপুরে সংস্থার সহ-সভাপতি শংকর লাল ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ স্থির করা ছাড়াও ওই সেপ্টেম্বরেই ৫৪ তম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। পাশাপাশি আগামী ১১ আগস্ট সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ আগস্টের বৈঠকে সম্পাদকীয় প্রতিবেদন এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ চূড়ান্ত করণ করা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ১লা সেপ্টেম্বর সংস্থার বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৮ তথা চার বছরের জন্য রাজ্য সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হবে। প্রয়োজন সাপেক্ষে তা গণতান্ত্রিক উপায়ে তথা গোপন ব্যালটে ভোটের মাধ্যমেও হতে পারে বলে রবিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা অ্যাথলেটিক্স এসোসিয়েশনের সম্পাদক এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
2024-07-28

