ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের ক্যাম্পে ডাক পেয়েছে ৪৭ জন। রিপোর্ট করবে আগামী ২৯ জুলাই। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প ২০২৪-২৫ শুরু হচ্ছে আগামী ২৯ জুলাই থেকে। ৪৭ জন মহিলা ক্রিকেটার কে২৯ জুলাই বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: সদরের অস্মিতা দেবনাথ, অভিধা বর্ধন, অনুষ্কা টুডু, অদিতি ঘোষ, অন্তরা রুদ্রপাল, দীপিকা দেব, দেবশ্রীতা চৌধুরী, গিয়া মন্ডল, পূর্ণিমা দেবনাথ, প্রজ্জালিকা চক্রবর্তী, পূজা তপন দাস, সায়ন্তিকা নমঃ দাস, স্নিগ্ধা সরকার, সুস্মিতা বসাক, তৃষ্ণা ছেত্রী, সানিয়া খাতুন, সুবর্ণা ঘোষ, রেশমি সূত্রধর; বিশালগড়ের অস্মিতা দাস, মৌমিতা সাহা, মিষ্টু মালাকার; মোহনপুরের অঙ্কিতা তাঁতি ওড়িয়া, ভূমিকা নায়েক, রুমা সরকার, দীপিকা পাল, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব; ধর্মনগরের আশিকা রাউত, সুস্মিতা তেলি; কৈলাশহরের মাম্পি বেগম; লংতরাইভ্যালির হেমা চাকমা, খাপাং ত্রিপুরা, পায়েল ত্রিপুরা; তেলিয়ামুড়ার অস্মিতা দাস, নন্দিতা দাস, সুপ্রিয়া দাস, তামান্না দেবনাথ; শান্তির বাজারের রিফু দেববর্মা, অন্ত রানী নোয়াতিয়া, অর্পিতা দত্ত; খোয়াইয়ের অনন্যা সরকার, অমৃতা দাস, অদিতি দাস, দীপা নমঃ দাস; বিলোনিয়ার সুমি চক্রবর্তী; উদয়পুরের রিয়া সরকার। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন কোচ শ্রাবণী দেবনাথ, অনুপ কুমার দাস ও পীযূষ দেব, ফিজিও মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে। উল্লেখ্য, নবাগত ক্রিকেটারদের অবশ্যই কিওআর বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার পিবিসি কার্ড, প্যান কার্ড ব্যাংক একাউন্ট পাসবুক ডিটেলস, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি সাবমিট করতে বলা হয়েছে।