ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে কার্গিল বিজয় দিবস পালিত

আগরতলা, ২৭ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বাগবাসা মিশনটিলা বাজার এলাকায় ভারতীয় বীর শহীদ সেনাদের সর্বোচ্চ বলিদানকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।  

কার্গিল বিজয় দিবস উপলক্ষে  বিজেপি মহিলা মোর্চা উত্তর জেলা কমিটির উদ্যোগে বাগবাসা মিশন বাজারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী  রূপালী অধিকারী, বাগবাসা মণ্ডল সভাপতি  সুদীপ দেব, সাধারণ সম্পাদক  বিশ্বজিৎ নাথ, উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা  নির্জলা দাস, জেলা মহিলা মোর্চার সম্পাদিকা তথা রাজ্য মহিলা মোর্চার সদস্যা  প্রতিভা দেববর্মা, বাগবাসা মণ্ডল মহিলা মোর্চার সহ-সভানেত্রী  রীতা নাথ, সম্পাদিকা  মৌসুমী দাম সহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ। এদিন তারা কার্গিল বিজয় দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।