আগরতলা, ২৭ জুলাই: ধলাই জেলায় আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা উপনগর নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে ৬৬ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে গাড়ির চালক ও সহ চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়ির ধাক্কায় এক এস পি ও জোয়ান আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আমবাসায় জাতীয় সড়কেলংতরাই পাহাড়ের পাদদেশ উপনগর এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে পুলিশ একটি গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করেছে। আগরতলা থেকে আমবাসা আসার পথে আমবাসা বাজারে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেখানোর পর গাড়িটি পালিয়ে গিয়ে। তারপর উপনগর নাকা চেকিং পয়েন্টে যাবার পর পুলিশ গাড়িটি আটক করে। সেখানেও পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিলে নাকা চেকিং পয়েন্ট ভেঙ্গে রাস্তার সাইডে গাড়িটি গিয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িতে থাকা চালক ও সহচালককে আটক করে। পুলিশ এই গাড়িটি আটক করে তল্লাশি চালায়। গাড়ির দরজার ব্যাক সাইট এবং ফ্রন্ট সাইড থেকে গাঁজা উদ্ধার করে । ৬৬ প্যাকেটে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। ডিসিএম এর উপস্থিতিতে গাড়ি তল্লাশী চালায় আমবাসা থানার পুলিশ। পুলিশ গাড়ি চালক ও সহচালককে আটক করে।
আরও জানা গিয়েছে, গাড়ির চালকের নাম সুজিত মিয়া, বয়স ২৬ । বাড়ি আগরতলার জগহরিমুড়া এবং সহচালকের নাম রুবেল মিয়া, বয়স ২১। বাড়ি তামশাবাড়ি সোনামুড়া। আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে । এদিকে পাচারকারীর ধাক্কায় আহত এসপিও জোয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।