নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বর্তমান সভাপতি আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন এবারের নির্বাচনে এমন একটি কমিটি গঠন করা হোক যারা আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় সবসময় কাজ করে যান। অবশ্য এবারের নির্বাচনে পুরুষোত্তম রায় বর্মন প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন।