BRAKING NEWS

চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই : মলয় ঘটক

কলকাতা, ২৬ জুলাই (হি.স.) : চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। শুক্রবার বিধানসভায় এমনটাই জানালেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। একইসঙ্গে মন্ত্রী বলেছেন, এই মুহূর্তে আইনি জটিলতার কারণে রাজ্যের ১০টি চা বাগান বন্ধ রয়েছে।উল্লেখ্য, চা বাগান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও কঠোর আইন না থাকার সুযোগ নিয়ে তারা যখন তখন বাগান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে তাদের নোটিশ দিয়েও সন্ধান মিলছে না এবং আইনি বাধ্যবাধকতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক শুক্রবার বিধানসভায় জানিয়েছেন।  বিজেপি সদস্য বিশাল লামার এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রম মন্ত্রী জানান, চা বাগান সংক্রান্ত কোনও আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। চা পর্ষদের বিধিতেও চা বাগানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিধান নেই। আগে সাময়িক নিষ্পত্তি সংক্রান্ত একটি বিধান থাকলেও তা এখন তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *