ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মৌচাক ক্লাব খেলবে স্কাইলার্কের বিরুদ্ধে। বেলা সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টিএফএ আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ বলা যেতে পারে। স্কাইলার্ক টানা দুই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার প্রথম সারিতে অবস্থান করছে। যদিও ত্রিপুরা স্পোর্টস স্কুল সম সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের নিরিখে তালিকার শীর্ষে উন্নীত হয়েছে। স্কাইলার্ক রয়েছে দ্বিতীয় শীর্ষে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এনএসআরসিসি-কে তিন গোলে এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে ন্যূনতম গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। পক্ষান্তরে মৌচাক ক্লাব পরপর দুই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র তে ম্যাচ নিষ্পত্তি করে পয়েন্টের ভাগ পকেটে নিয়ে এগোচ্ছে। প্রথম ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে এক এক গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচ এনএসআরসিসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে। আগামীকালের ম্যাচে স্কাইলার্ক চাইছে জয়ের হ্যাটট্রিক করে নিতে। অপরদিকে মৌচাক চাইছে প্রথম জয়ের স্বাদ পেতে। মোটকথা ম্যাচ অনেকটা জমজমাট হবে বলে ফুটবল প্রেমীদের ধারণা।