নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই:
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ২০২০ সালে চালু হওয়া প্রবীণদের জন্য মেডিসিন বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে একদিকে যেমন রোগীরা সমস্যার সম্মুখীন হয়েছেন, অন্যদিকে প্রায় ২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মচ্যুত হয়েছেন।
জিবি হাসপাতালে চার বছর আগে উদ্বোধন হয়েছিল প্রবীনদের মেডিসিন বিভাগ। আঞ্চলিক জেরিয়ারট্রিক সেন্টার হিসেবে পরিচিত। এই ওয়ার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে চলছিল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি। এই সেন্টারটি ১৪ অক্টোবর ২০২০ সালের নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। জিবি হাসপাতালের এই ওয়ার্ডটি বন্ধ হওয়ার কারণে ২৯ জন স্বাস্থ্য কর্মী চাকরিচ্যুত হয়েছে। কর্মচ্যুত ওইসব স্বাস্থ্যকর্মীরা অবিলম্বে প্রবীনদের জন্য জিবি হাসপাতালে এই ওয়ার্ডটি পুনরায় চালু করার জন্য জোরালো দাবি জানিয়েছেন। এব্যাপারে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।