ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ২৩ পুরুষ ক্রিকেটারদের ক্যাম্পে ডাক পেয়েছে ৩৫ জন। রিপোর্ট করবে আগামীকাল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ২৩ পুরুষ ক্রিকেটারদের নিয়ে সিজন ক্যাম্প ২০২৪-২৫ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ৩৫ জন ক্রিকেটার কে আগামীকাল বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: আরমান হোসেন, সেন্টু সরকার, ঋতুরাজ ঘোষ রায়, নবারুণ চক্রবর্তী, প্রীতম দাস, অরিন্দম বর্মন, তন্ময় দাস, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, করন ত্রিপুরা, রোহিত ঘোষ, আনন্দ ভৌমিক, প্রিয়াংশ মিত্র, জনক রিয়াং, জয়ন্ত ভট্টাচার্য, সাহিল সুলতান, শরাব সাহানি, অমিত আলী, অনিক পাল, পামির দেবনাথ, ইন্দ্রজিৎ দেবনাথ, দেবরাজ দে, দানবীর সিং, রাজদীপ দত্ত, সৌরভ কর , রিব্রজিত দাস, অভিজিৎ দেববর্মা, দীপেন বিশ্বাস, অর্কজিৎ দাস, সম্রাট বিশ্বাস, দীপ্তনু চক্রবর্তী, তথাগত চক্রবর্তী, বিকাশ মজুমদার, মিজানুর রহমান পোদ্দার ও সৌরভ দাস। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন কোচ জয়ন্ত দেবনাথ ও রাসুদেব দত্ত, ফিজিও অর্পণ কর ট্রেইনার অজিতাভ নাথ। উল্লেখ্য, নবাগত ক্রিকেটারদের অবশ্যই কিওআর বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার পিবিসি কার্ড, প্যান কার্ড ব্যাংক একাউন্ট পাসবুক ডিটেলস, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি সাবমিট করতে বলা হয়েছে।