নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল খুমলুঙ। বিজেপি নেতাকে উদ্দেশ্য করে ছোড়া হলো চার রাউন্ডগুলি। জম্পুইজলা খুমলুঙ এলাকায় বিজেপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি সহ বিজেপি দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টাকারজলা বিধানসভার অন্তর্গত খুমলুঙ এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে কর্মসূচি চলাকালীন সময়ে বুধবার সন্ধ্যারাতে আচমকায় আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। পাশাপাশি এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে চাররাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে রাতে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উক্ত এলাকা থেকে ৪টি গুলির খোকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে গিয়ে দুষ্কৃতিকারী হাতে ভাঙচুর বিজেপির দলীয় অফিস, ঘটনাস্থলের অবস্থা পরিদর্শন করে পুলিশ সহ বিজেপি নেতৃত্বরা।উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।