নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই: পুলিশ ও বিএসএফ – এর যৌথ অভিযানে গাঁজা ও ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফ ধনপুর এলাকায় এক যৌথ অভিযান সংগঠিত হয়েছে।
অভিযানে ইমান মিয়ার বাড়ি থেকে ৪ ড্রাম গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক ওজন ৩৫ কেজি, পাশাপাশি ৩৭৬০ বোতল ফেন্সিড্রিলের বোতল উদ্ধার করেছে। যদিও ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।
এদিকে স্থানীয় জনগণ পুলিশ ও বিএসএফ – এর উপর আক্রমণ চালিয়েছে। পুলিশের উপর পাথর ছুঁড়লে তাতে আক্রান্ত হয়েছে বিএসএফ – এর গাড়ির চালক। ক্ষতিগ্রস্থ হয়েছে পুলিশের একটি গাড়িও। ঘটনায় মামলা হতে নিয়ে পলাতক অভিযুক্তকে আটক করতে তদন্ত শুরু করেছে পুলিশ।