মহানায়ক সম্মান’ পেলেন নচিকেতা-রচনা

কলকাতা, ২৪ জুলাই (হি. স.) :   টালিগঞ্জ ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান জানাতে প্রতিবছরই ‘মহানায়ক সম্মান’ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী নিজেই বিশেষ উদ্যোগ নিয়ে এই সম্মান চালু করেন। এবার সেই সম্মান দেওয়া হল সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীকে। একই সঙ্গে এই সম্মান পেয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। তবে রচনা এদিন পুরষ্কার নেওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না। তিনি পরে উপস্থিত হন অডিটোরিয়ামে মমতা জানান, লোকসভার অধিবেশন নিয়ে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি রচনা।এদিন  বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, ও রুক্মিনী মৈত্র। চলচ্চিত্রে ৪ দশক ধরে বিশেষ অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ২০২৩ পর্যন্ত ২৩ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে, ৪১ জনকে বর্ষসেরা সম্মান দেওয়া হয়েছে, ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে।উত্তম কুমারের মৃত্যুদিনে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মমতা জানান, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। সবাইকেই পুরষ্কার দেওয়া হয়ে গেছে। আর নতুন করে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা করে এদিন তিনি বলেন, “প্রসেনজিৎ ৪০ বছর ধরে অবদান রেখেছেন সংস্কৃতির ক্ষেত্রে। ও আমাদের গর্ব।” নচিকেতার ধ্রুপদী গানের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রীপ্রসঙ্গত, এদিন ধনধান্য অডিটোরিয়ামে ছিল ওই অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুর ঠিক আগেই অডিটোরিয়ামের সামনে ভেঙে পড়ে তোরণ। আহত হন কয়েকজন দর্শক। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।