আগরতলা, ২৪ জুলাই: সংস্কারের অভাবে ধুঁকছে এমবিবি কলেজের একাধিক আবাসন। নানান সমস্যায় জর্জরিত হয়ে আজ ক্ষোভ উগড়ে দিলেন বসবাসকারী পরিবারের সদস্যরা।
তাদের অভিযোগ, দীর্ঘ বছর যাবৎ এখানে প্রায় ৯টি পরিবার বসবাস করছেন। কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন এমবিবি কলেজের একাধিক আবাসনের পরিবাররা। জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে আবাসনটি। বেশ কিছুদিন ধরে জল পাচ্ছেনা কোয়াটার লোকজনেরা।
তাঁদের আরও অভিযোগ, জলের লাইন ভেঙ্গে একাকার হয়ে গেছে। এ বিষয়টি কলেজের প্রিন্সিপালকে জানানো হলে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

