মুম্বই, ২৪ জুলাই (হি. স.): মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন। বুধবার মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় একটি বহুতলের ১৫ তলায় আগুন লাগে।
জানা গেছে, আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দ্রুত তা ছড়িয়ে পড়ে। বহুতলে আগুন লেগে চার জনের আহত হওয়ার খবর মিলেছে। বুধবার মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় বহুতলের ১৫ তলায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহুতলে কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা।

