ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের চাঙ্গা করতে খোয়াই বিজেপি কার্যালয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই:  ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। খোয়াইতে বাম জমানায় সন্ত্রাসের রাজনীতি হয়েছে, একের পর এক বিরোধীদের কোণঠাসা করার জন্য হত্যার রাজনীতি করেছে বামেরা। দীপঙ্কর নাথ শর্মা থেকে শুরু করে অসংখ্য এরকম উদাহরণ রয়েছে যাদেরকে বিরোধী দল করার অপরাধে নিজের জীবন দিতে হয়েছে বাম জমানায়। এগুলি মানুষ ভুলবে না। এর জবাব মানুষ দেবে। খোয়াই নতুন টাউন হলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। 

এছাড়াও সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি  খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা।