মুম্বই, ২৪ জুলাই (হি. স.): মুম্বইয়ের চেম্বুর এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। তাতে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম সিদ্ধার্থ কাম্বলে (৩২)।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ উঠেছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনার পর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্তরা। তার মধ্যে দুজনের আগে থেকেই অপরাধের তালিকায় নাম আছে বলে জানা গেছে।

