নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ জুলাই:
বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর শানবাগান এলাকায় টি আর ০৮ সি ৪৭৫১ নাম্বারের বাইকে করে শুভঙ্কর গোস্বামী ( ৪০ ) নামে এক ব্যক্তি জোলাইবাড়ী থেকে বাইখোড়া জগন্নাথ পাড়াস্থিত নিজ বাসভবের উদ্দ্যেশ্যে রোওনাহয়।
এরমধ্যে জোলাইবাড়ীর শাল বাগান এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুভঙ্কর গোস্বামী উনার বাইক দিয়ে দুইজন পথচারীকে আঘাত করেবলে অভিযোগ। এতেকরে দুইজন পথচারীর পাশাপাশি বাইক চালক জাতীয়সড়কে ছিটকে পরেগিয়ে আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধারকরে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েআসে।
জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনকদেখে বাইক চালককে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। বাকি দুইজন পথচারী জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসিধীন অবস্থায় রয়েছে। জানাযায় আহত দুইজন পথচারী হলো পশ্চিম বাংলার বাসিন্দা বাপ্পি শাখিক (৩০ ) অপরজন আগরতলার বাসিন্দা মনিষ পাল ( ৪৭ )। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ।